সম্প্রতি প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল। মাধ্যমিকের পর আবারও উচ্চমাধ্যমিকে চমকপ্রদ ফলাফল করেছে আল আমীন মিশন। সম্ভাব্য দ্বিতীয় স্থান সহ প্রথম দশে রয়েছেন আল আমীন মিশনের ৯ জন পড়ুয়া। রাজ্যস্তরে সম্ভাব্য মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিগ্রহন করেছেন মিশনের হাওড়া খলতপুর শাখার ছাত্র মহম্মদ তালহা। গণিত, পদার্থ বিদ্যা, রসায়নে পেয়েছেন ১০০। বাকি তিন বিষয়, বাংলা, ইংরাজী ও জীব বিদ্যায় পেয়েছেন ৯৯। সেরা পাঁচ বিষয় অনুযায়ী তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৮ অর্থাৎ ৯৯.৬% । ভবিষ্যতে তালহা নিউরো সার্জন হতে চায়। বর্তমানে সে নিটের প্রস্তুতি নিতে আল আমীনের খলতপুর ক্যাম্পাসে ভর্তি হয়েছেন।
মিশনের মধ্যে দ্বিতীয় এবং রাজ্যস্তরে সম্ভাব্য সপ্তম স্থান পেয়েছেন সায়েমা সুলতানা লস্কর। উত্তর ২৪ পরগণার আমডাঙ্গার আদহাটা গ্রামের বাসিন্দা সায়েমা উচ্চ মাধ্যমিকে ৪৯৩ পেয়ে মিশনের মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন তিনি। তাঁর স্বপ্ন সাইক্রিয়াটিস্ট হওয়ার। এছাড়া ৪৯১ পেয়ে মেধাতালিকায় সম্ভাব্য নবম স্থানে আছেন একাধিক পড়ুয়া। হুগলি জেলার আরামবাগের ছান্দ্রা গ্রামের খন্দকার আব্দুল হালিমের প্রাপ্ত নম্বর ৪৯১। হালিমের ইচ্ছা নিউরোলজিস্ট হওয়ার, মানুষের পাশে দাঁড়ানোই তাঁর মূল লক্ষ্য। এই একই নম্বর পেয়েছেন জুনাইদ আহমেদ, কাসীদ আখতার। ৪৯০ পেয়ে সম্ভাব্য দশম স্থানে রয়েছেন দক্ষিন ২৪ পরগণার উস্থির দুজন ছাত্র। মহম্মদ ইমরান মোল্লা এবং সাকিল আহমেদ গাজী। সব মিলিয়ে এবছর আবারও চমকপ্রদ ফলাফল করে নজর কেড়েছে আল আমীন মিশন।
এ বিষয়ে আল আমীন মিশনের সাধারণ সম্পাদক এম নুরুল ইসলাম বলেন, “এ বছর আমাদের মিশনের ছাত্র ছাত্রীরা অত্যন্ত ভালো ফল করেছে। আশা করছি এ বছরের ফলাফল আগামীতে স্মরণীয় হয়ে থাকবে।”
- ভয়াবহ পরিস্থিতির কথা মাথায় রেখে দুর্গাপুজোর বিধিনিষেধ প্রকাশ করল ‘ফোরাম ফর দুর্গোৎসব’
- করোনা যোদ্ধাদের পাশে রাজ্য, মৃত্যু হলে পরিবারের ১ জনকে সরকারি চাকরি, সঙ্গে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর
