বুধবার সফদরজং হাসপাতালের সপ্তম তলা থেকে লাফিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছে বলে অভিযোগ করা হয়েছে, ঘটনা সূত্রে জানা যায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন।পুলিশ সূত্রে জানা গেছে যে বিমানবন্দর কর্তৃপক্ষ কর্তৃক তাঁকে এখানে ভর্তির সুযোগ করে দেয়া হয়েছিল।ডেপুটি কমিশনার দেবেন্দ্র আরিয়ার মতে ,মৃত ব্যক্তির নাম তানভীর সিংহ, তিনি অস্ট্রেলিয়ার সিডনি থেকে ফেরার পরে গতকাল রাত ৯ টায় হাসপাতালে ভর্তি হন।
- ভারত সরকার বেসরকারী স্বাস্থ সংস্থা গুলিকে করোনা ভাইরাস নির্ণয়ের অনুমতি দিলো :
- এই প্রথমবার ভারতে সেনাবাহিনীর ওপর করোনাভাইরাসের ইতিবাচক সংকেত:
- করোনার সমাধান দিলেই ভয়ভীতি আশঙ্কার মাঝে থেকেও আপনি জিততে পারেন ১ লক্ষ টাকা: নরেন্দ্র মোদি
হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যে ওই ব্যক্তিকে করোনা আক্রান্ত হিসাবে বিমানবন্দর কর্তৃপক্ষ তাত্ক্ষণিকভাবে আইসওলেশন ওয়ার্ডে নিয়ে আলাদা ভাবে রাখে। তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা অবধি কেউ মুখ খুলতে চাইছেন বলে জানা যাচ্ছে।
according to ANI.
বিশেষ বিজ্ঞপ্তিঃ করোনা হলেই যে আপনার মৃত্যু হবে এমন টা এখনো কোন দেশের কোনো ডাক্তার বা স্বাস্থ্য কেন্দ্র বলেনি। গোটা বিশ্বজুড়ে আজ করোনাভাইরাসকে নিয়ে সবাই চিন্তিত। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২১৯,৩৪৫,মৃতের সংখ্যা ৮,৯৬৯, আরোগ্য ব্যাক্তির সংখ্যা ৮৫,৭৪৫ (ক্রমশ)।
নিজে সতর্ক থাকুন, অপরকে সতর্ক থাকার উপদেশ দিন, বর্তমান পরিস্থিতিতে দূরত্ব বজায় রাখুন, সন্দেহ হলে পরীক্ষা করান। বিশেষ প্রয়োজনে জানতে ডায়াল করুন – 91-11-23978046
