
চোখের সামনে বাবা-মা কে খুন হতে দেখে নিজেকে আর শান্ত রাখতে পারেনি আফগান কিশোরী। বাড়িতে অতর্কিতে হামলা চালানো দুই তালিবান জঙ্গিকে খতম করে বাবা-মায়ের হত্যার প্রতিশোধ নিল এই কিশোরী। যে কোনো রুপোলি পর্দার গল্পকেও হার মানাবে ‘বাস্তব’-এর কামার গুল (Qamar Gul) এর বীরত্ব।
তালিবানদের উপদ্রপে এখনও বিপর্যস্ত আফগানিস্তান। প্রায়শই তারা আমজনতার ঘরে ঢুকে হামলা চালায়। তার উপর সেই আম আদমী যদি সরকারপন্থী হয়, তাহলে তালিবানের রোষ থেকে রেহাই পাওয়া খুবই মুশকিল। আফগান প্রশাসনের তরফে জানানো হয়েছে, মধ্য আফগানিস্তানের ঘোর প্রদেশের কামার গুলের বাবা ছিলেন গ্রামের প্রধান। তালিবানের বিরুদ্ধে যুদ্ধে আফগান সরকারের পক্ষ নিয়েছিলেন। সেজন্য তালিবানের রোষের মুখে পড়তে হয় তাঁকে। বারবার হুঁশিয়ারি দিয়েও কোনও লাভ হয়নি। তাই গত সপ্তাহে ঐ কিশোরীর বাবাকে খুঁজতে গ্রামে আসে তালিবান জঙ্গিরা। এরপর ওই ব্যক্তিকে ঘর থেকে জোর করে বাইরে নিয়ে এসে গুলি করে তারা। সেই সময় স্বামীকে বাঁচাতে যাওয়ায় কামারের মাকেও গুলি করে তালিবান জঙ্গিরা। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তবে, শিহরণ জাগানো এমন ঘটনায় গ্রামের কেউই বাধা দিতে আসেনি। হত্যাকান্ডের সময় ঘরে ছিল কিশোরী কামার গুল ও তার ভাই। চোখের সামনে জঙ্গিদের হাতে বাবা-মায়ের মৃত্যু মেনে নিতে পারেনি ওই কিশোরী। বাড়িতে নিরাপত্তার কারণে থাকা একে-৪৭ নিয়ে তালিবানের উপর ঝাঁপিয়ে পড়ে সে। এলোপাথারি গুলিতে ঝাঁজরা করে দেয় দুই তালিবান জঙ্গিকে। জখম করে বাকি জঙ্গিদেরও।
বাবা-মায়ের হত্যার প্রতিশোধ নিতে আফগান কিশোরীর এমন সাহসী পদক্ষেপ সত্যই প্রশংসনীয়। ব্যবহৃত একে-৪৭ হাতে নিয়ে কামার গুলের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তার সাহসিকতাকে কুর্নিশ জানাচ্ছে গোটা বিশ্ব।
- অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিন বিনামূল্যে পাবে ভারতবাসী, আশাবাদী সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালা
- করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ১৬১৭ জন, মৃত আরও ৩৫
