
মাধ্যমিক পরীক্ষার ফলাফলে মেধাতালিকায় প্রথম ১০ জনের মধ্যে আল-আমীন মিশনের ২ জন কৃতী ছাত্র স্থান করে নিয়েছে। খলতপুর থেকে সৈয়দ মহ.তামিম ৬৮৬ পেয়ে মেধা তালিকায় সপ্তম স্থান এবং বেলপুকুর থেকে মহ.তাহিনুজ্জামান ৬৮৫ পেয়ে অষ্টম স্থান অধিগ্রহন করেছে।
শুধু তাই নয়, সম্প্রতি প্রকাশিত সিবিএসই দ্বাদশ শ্রেনীর ফলাফলেও চমকপ্রদ ফল করেছে আল আমীন মিশন থেকে। আল আমীনের পাটনা গার্লস ও রাঁচি বয়েজ শাখা ফলাফলের দিক থেকে বিশেষ নজর কেড়েছে। মোট ৫৭ জন ছাত্র ছাত্রীর মধ্যে ৮ জন ৯০ শতাংশ, ২১ জন ৮৫ শতাংশ, ২৬ জন পেয়েছে ৮০ শতাংশেরও বেশি, ৩৭ জন ৭৫ শতাংশ এবং ৪৭ জন ৭০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন।
আল আমীন মিশনের মধ্যে ৯২.৪% পেয়ে যুগ্ম ভাবে প্রথম স্থান গ্রহণ করেছেন পাটনা শাখার মুসকান খাতুন ও রাঁচি শাখার বখতিয়ার আদনান। বিজ্ঞান শাখায় মুসকানের প্রাপ্ত নম্বর ৪৬২। এই শাখায় চাঁদ উসমানি ও নেহা পারভীনের প্রাপ্ত নম্বর ৪৬১ অর্থাৎ ৯২.২%। এদিকে কলকাতার খিদিরপুরের দারাখশাহ নূর পেয়েছেন ৯১.৪%, মালদার সামিনা শিরিন ৯১% ও জমনা লবিবা ৯০.৪% পেয়েছে্ন।
এছাড়াও উত্তর দিনাজপুরের ফারহীন ফাইয়াজ, বীরভূমের সারফরাজউদ্দীন, বর্ধমানের সেখ ইনজামাম উল হক, দঃ ২৪ পরগণার মাইনুল হাসান, সারতাজ কালাম প্রমুখ উচ্চ মাধ্যমিকে উল্লেখযোগ্য ফলাফল করেছেন। মিশনের সাধারণ সম্পাদক এম নুরুল ইসলাম দুই উজ্জ্বল কৃতী ছাত্র সহ সকল ছাত্র-ছাত্রীদের আল-আমীন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।
