সোমবারের নিরিখে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪২৩ জনের করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে। সাধারণত, করোনা আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে সব দেশেই নমুনা পরীক্ষা বেড়েছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এর ঠিক উল্টো- দুই সপ্তাহ ধরে নমুনা পরীক্ষা সংখ্যা নাকি কমেছে। এর ফলে দেশে শনাক্ত মানুষের সংখ্যা কমলেও আক্রান্তের হার বাড়ছে। পরিসংখ্যান অনুযায়ী, সোমবারের নিরিখে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে এটি ২৫ শতাংশ ছাড়িয়েছে।
সোমবার, স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ের মাধ্যমে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে তথ্য পেশ করা হয়। জানা যায়, সেই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৯ জনের, গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ৩৯ জন।
তবে স্বাস্থ্য অধিদফতর বলছে, দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৪৩২টি। এতে ৩ হাজার ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রক ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন, সংক্রমণ ধীরে ধীরে কমে আসছে। এটি এখন কমতে থাকবে। কোরবানির পশুর হাট নিয়ন্ত্রণ করতে পারলে সংক্রমণ আর বাড়ার তেমন ঝুঁকি নেই। প্রতি ১০ লাখ জনসংখ্যার বিপরীতে নমুনা পরীক্ষার দিক থেকে সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৪৬ তম।
- করোনা সংকটে ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে স্বর্ণ মন্দিরে ৩৩ টন গম দান করলো পাঞ্জাবের মালেরকোটলার মুসলিম সম্প্রদায়
- কনটেনমেন্ট জোনে কমপ্লিট লকডাউন থাকা সত্ত্বেও বেড়ে চলেছে সংক্রমণ, বেসরকারি হাসপাতালে মিলছে না বেড
তথ্য অনুযায়ী, দেশে ৮ মার্চ প্রথম করোনা শনাক্ত হয়, করোনা শনাক্তের হার ছিল ৪৩ শতাংশ। ৭ জনের পরীক্ষা করে ৩ জনকে শনাক্ত করা হয়। এরপর ধীরে ধীরে নমুনা পরীক্ষা বাড়তে থাকে। এরপর ২০ মে পর্যন্ত করোনা শনাক্তের হার ১৯ শতাংশের মধ্যেই ছিল। আর এখন এটি ২৫ শতাংশ। প্রথম দিনের পর এটিই দেশে সর্বোচ্চ।
এদিকে দেশে সুস্থতার ক্ষেত্রে কিছুটা আশার আলো দেখা গিয়েছে। দেশে অর্ধেকের বেশি রোগী করোনা থেকে সুস্থ হয়ে গেছেন বলে খবর। সোমবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জন। এর মধ্যে ৯৮ হাজার ৩১৭ জন সুস্থ হয়ে গেছেন। সুস্থতার হার প্রায় ৫১ শতাংশ। সুস্থতার সংজ্ঞায় একাধিকবার পরিবর্তন আনার পর সুস্থতার সংখ্যাও বেড়েছে।
সূত্র- প্রথম আলো
