
দি পলিসি টাইমস ঢাকা ব্যুরো :
এই করোনা মহামারীর ক্রান্তিলগ্নে আমাদের মধ্যে অনেকে আর্থিকভাবে ভেঙ্গে পড়েছেন। সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ -এর কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারীরা (গার্ড,ক্লিনার প্রমুখ) এর ব্যতিক্রম নন। তাই সাধারণের সহায়তায় পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে, যথাযথ সুরক্ষা ও নিরাপদ দূরত্ব বজায় রেখে, সাউর্দান ইউনিভার্সিটির সিভিল ডিপার্টমেন্ট এর সকল ছাত্র-ছাত্রীদের উদ্যোগে গতকাল বৃহঃপতিবার (৬ মে ২০২১ ইং) কর্মচারীদের জন্য কিছু আর্থিক অনুদান এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশের অনেক উদারমনের ব্যক্তিরা এই কঠিন পরিস্থিতে নিজেকে সাধারণের সাহায্যের জন্য এগিয়ে নিয়েছেন, অর্থাভাব লোকেদের এই রমজানে ইফতার, সেহরী এবং স্বল্প অর্থ দিয়ে অনেকেই সাহায্য করছে সাধারণ কর্মহীন বেক্তিদের।
ঠিক এমনই ভাবে করোনা কে সামনে রেখে সরকারি বিধিনিষেধ মেনে গত কালকে সাউদার্ন ইউনিভার্সিটির এই কর্মকার্য্যে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির সিভিল ডিপার্টমেন্ট এর সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধান ড. ইঞ্জিনিয়ার হাসিনা ইয়াসমিন মেম ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ। এই পরিস্থতিতে আমারা তাদের পাশে থাকায় তাদের মুখে ম্লান হাসির আবিষ্কার দেখি। এই কঠিন সময় তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পেরেছি। ইউনিভার্সিটির সিভিল ডিপার্টমেন্টের আসা আগামী দিনগুলোতে বিভিন্ন পরিস্থিতিতে আমারা এমন লোকদের পাশে থেকে এভাবেই সহোযোগিতা করার চেষ্টা করব। আমাদের এই কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করতে, সিভিল ডিপার্টমেন্টর শিক্ষর্থীরা ও শিক্ষক শিক্ষিকাবৃন্দদের কে অনেক অনেক ধন্যবাদ।
