
রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সাপ্তাহিক লকডাউনের বিষয়ে জানিয়েছেন, কয়েকদিন পরেই বখরি ঈদ। সেদিন কোনওরকম লকডাউন কার্যকর হবে না। প্রসঙ্গত, সোমবার স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকে ঘোষণা করেন চলতি সপ্তাহ থেকেই প্রত্যেক সপ্তাহে রাজ্যে দুদিন লকডাউন মানা হবে। ওই দু দিন বন্ধ থাকবে সমস্ত সরকারি-বেসরকারি অফিস।
রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ীই চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার সম্পূর্ণ লকডাউন থাকছে রাজ্যে। তবে সব সপ্তাহে একই দিনে লকডাউন হবে না। কোন দুদিন লকডাউন থাকবে তা প্রত্যেক সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার জানিয়ে দেওয়া হবে। সেই অনুযায়ী ১ লা অগাস্ট, শনিবার বখরি ঈদ পড়েছে। তাই সেদিন কোনও ভাবেই লকডাউন করা যাবে না বলে জানান ফিরহাদ হাকিম।
- সংক্রমণ রুখতে এবার বেসরকারি ল্যাবরেটরিগুলিকে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের অনুমতি দিতে চলেছে রাজ্য
- সংক্রমণই তৈরি করবে হার্ড ইমিউনিটি, স্কুল-কলেজ খোলার দাবী করলেন এইমস-এর চার চিকিৎসক
এই বিষয়ে পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য, পশ্চিমবঙ্গ একটি ধর্মনিরপেক্ষ রাজ্য। কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠান লকডাউনকে ভুল বুঝিয়ে বিরোধিতা করছে। আমাদের সরকার ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কোনদিনও কারোর ধর্মীয় আবেগে আঘাত করেন নি এবং আগামী দিনেও করবেন না।
তিনি আরও বলেন, রাজ্যে যেমন হিন্দুদের পূজা পার্বণে লকডাউন হবে না, তেমনই মুসলিমদের কোন ধর্মীয় অনুষ্ঠানে লকডাউন হবে না। একই ভাবে খ্রিষ্টান এবং বাকি ধর্মের মানুষের জন্য এই নিয়ম প্রযোজ্য থাকবে। আমরা সকল ধর্মকেই শ্রদ্ধা করি, তাই কোন ধর্মের মানুষকে আঘাত দিয়ে আমরা লকডাউন ডাকতে পারব না। আগামী ১লা আগস্ট মুসলিমদের জন্য একটি বড় দিন। ওই দিন বখরি ঈদ পালন হবে। তাই ওইদিন রাজ্যে লকডাউন থাকবে না।
