লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ডিবেট সোশ্যাইটি অক্সফোর্ড ইউনিয়নে (Oxford Union) বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১৮২৩ সালে যুক্তরাজ্যের এই বিতর্কসভা শুরুর পর তিনিই প্রথম ভারতীয় নেত্রী এবং একজন প্রশাসনিক প্রধান যিনি এই মর্যাদাপূর্ণ বিতর্কসভায় বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পেলেন।
অক্সফোর্ড ইউনিয়নকে বিশ্বের অন্যতম নামী এবং বিশিষ্ট ছাত্র সমাজ হিসাবে বিবেচনা করা হয়। অন্যতম ঐতিহ্যবাহী, মর্যাদাপূর্ণ এই সভায় বক্তব্য রেখেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রোগান, বিল ক্লিনটন, রিচার্ড নিক্সন থেকে শুরু করে তিব্বতি ধর্মগুরু দলাই লামা, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে, উইনস্টন চার্চিল, মার্গারেট থ্যাচার, ডেভিড ক্যামেরন, মাদার টেরিজা, অ্যালবার্ট আইনস্টাইন, মাইকেল জ্যাকসনের মতো কিংবদন্তিরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরের বছর ইউনিয়নের বিতর্কে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রিত করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, কোভিড-১৯ মহামারীর কারণে বিশ্বব্যাপী বিতর্ক ভার্চুয়াল প্ল্যাটফর্মে হতে পারে। ভার্চুয়াল এই সভায় বক্তৃতার আমন্ত্রণ চিঠি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে গেছে। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে অক্সফোর্ড ইউনিয়নের ডিবেটিং সোশ্যাইটির প্রেসিডেন্ট লিখেছেন, ‘আপনার সঙ্গে আলোচনার জন্য আমরা অত্যন্ত উৎসুক হয়ে রয়েছি। এখন আন্তর্জাতিক উড়ান বন্ধ। তাই আমাদের ঐতিহ্যবাহী ভাষণ পর্বের অনলাইন সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আপনাকে ফের আমন্ত্রণ জানাতে চাই।’
- মানুষের শরীরে করোনা প্রতিরোধ করার ক্ষমতা তৈরী হতে এখনও দেরী আছে’, আগামী ফেব্রুয়ারি মাসে দিনে ২.৮৭ লক্ষ মানুষ করোনায় আক্রান্তের পূর্বাভাস এমআইটি’র রিপোর্টে
- করোনা সংক্রমণে রাশ টানতে কড়া লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা নবান্নের, ৯ জুলাই বিকেল ৫টা থেকে সমস্ত কনটেনমেন্ট জোনে ফের লকডাউন জারি
সূত্রের খবর, আয়োজকরা পরের বছর একটি ধারাবাহিক সভা আয়োজন করতে চান। মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে, তারা তাঁর সুবিধা অনুযায়ী পছন্দসই তারিখগুলি আগামী বছরের জানুয়ারী ৯ থেকে ১৫ মার্চের মধ্যে রাখার অনুরোধ করেছেন। অতিমারীর মধ্যে ভার্চুয়াল প্ল্যাটফর্মেই এই বিশ্বজনীন বিতর্কসভা হতে পারে।
মমতার এক ঘনিষ্ঠ সহযোগী জানিয়েছেন,“হ্যাঁ, তিনি আমন্ত্রণটি পেয়েছেন। বুধবার আমন্ত্রণপত্রটি এসেছে।মুখ্যমন্ত্রী ওই সভায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন- এটি রাজ্যের জন্য অত্যন্ত সম্মানের বিষয়”।
২০১০ সালে কেন্দ্রে রেলমন্ত্রী থাকাকালীন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকেও আমন্ত্রণ পান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেবার অনুষ্ঠানে যেতে পারেননি তিনি। এরপর ২০১৭-তে অক্সফোর্ড ইউনিয়নের তরফে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এছাড়াও সবুজসাথী, উৎকর্ষ বাংলা, কন্যাশ্রী-সহ একাধিক প্রকল্পের জন্য আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৭ সালের পর এই নিয়ে দ্বিতীয় বার অক্সফোর্ড ইউনিয়নে আমন্ত্রণ পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
