নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) বিরোধিতার মাঝে জাতীয় জনসংখ্যা নিবন্ধকের (NPR) বিরুদ্ধে পরিকল্পনা গঠন শুরু হয়েছে । সিএএ-র মতো এনপিআর নিয়ে কংগ্রেস সহ অনেক বিরোধী দল বিরোধিতা করেছে।
আর ও পড়ুন: CAA -কে সিলেবাসে আনার প্রস্তাব লখনউ বিশ্ববিদ্যালয়ের:
এনপিআর নিয়ে আলোচনা করার জন্য জাতীয় কংগ্রেস দলের তরফ থেকে আগামী মাসের ৪ঠা ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় সমস্ত সাংসদ সদস্য, দলীয় সচিব এবং রাজ্য ভারপ্রাপ্তদের নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছে। ইতিমধ্যে জাতীয় জনসংখ্যা নিবন্ধন (NPR) নিয়ে সুপ্রিম কোর্টে বহু আবেদন জমা পরেছে। এ বিষয়ে শীর্ষ আদালত কেন্দ্র সরকারের কাছে নোটিশ জারি করে জবাবদিহি চেয়েছে ।
NPR–কে কেন্দ্র করে তিনজন কৃষক তাদের আবেদনে NPR আপগ্রেডেশন করার প্রক্রিয়াটিকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন। আবেদনকারীদের মধ্যে উদগর রাম, বিমলেশ কুমার যাদব এবং সঞ্জয় সাফী নাগরিকত্ব আইন ১৯৫৫ এর ১৪-A কে চ্যালেঞ্জ জানিয়েছেন, যেটা ২০০৪ সালে সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছিল। এই বিধানে কেন্দ্রীয় সরকারকে বাধ্যতামূলকভাবে ভারতের প্রতিটি নাগরিককে নথিভুক্ত করতে এবং প্রতিটি নাগরিককে জাতীয় পরিচয়পত্র প্রদান করার নীতি উল্ল্যেখ ছিল।
আর ও পড়ুন: ভারতীয় অর্থনীতির সংকট কিছুটা কমবে, আসা প্রকাশ আইএমএফ -এর প্রধান:
এর আগেও সুপ্রিম কোর্ট থেকে NPR সম্পর্কিত আবেদনে কেন্দ্র সরকারের কাছে নোটিশ পাঠানো হয়েছে। গত সোমবার সুপ্রিম কোর্ট এনপিআর প্রক্রিয়া নিষিদ্ধ করতে অস্বীকার করে।
