
দি পলিসি টাইমস ঢাকা ব্যুরো :
বুধবার (১২ মে) বিকেলে চট্টগ্রামের হাটহাজারীতে অসহায় ও কর্মহীন ২২টি পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে এসব ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন ফোরামের সদস্যরা।
উক্ত প্রোগ্রামে ফোরামের প্রেসিডেন্ট মো: ফয়সাল বিন আজিম চৌধুরী সভাপতিত্ব করেন।
উক্ত প্রোগ্রামে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিসিআইইউ বিজনেস ক্লাবের সেক্রেটারি মো: আবরার শাহারিয়ার আকিব।
Also Read: স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে হতদরিদ্র অসহায় কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ
আরো উপস্থিত ছিলেন উক্ত হাটহাজারী স্টুডেন্টস ফোরামের উপদেষ্টা – মো: পারভেজ, সেক্রেটারি – মো: তাবেদ, ভাইস-প্রেসিডেন্ট – মো: তৈয়ব, জয়েন্ট সেক্রেটারি – মো: নাইম আকিল, ইভেন্টস লিডার – মো: জুবায়ের, ইভেন্টস লিডার – মো: খালেদ।
এটি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র হাটহাজারী শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম। ফোরামের মূল উদ্দেশ্য সকলের সাথে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা, নেতৃত্ব দেওয়া এবং দলগতভাবে সমাজের জন্য ভালো কাজ করা।
উক্ত প্রোগ্রামের লিড়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন – মো: জুবায়ের, মো: খালেদ, মো: আইয়ুব, মো: ফাহিম, মো: তানভীর সিফাত।
ধন্যবাদ প্রতিবারের মতো হাটহাজারী স্টুডেন্টস ফোরামের সাথে থাকার জন্য।
