
যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ কোষে ক্লোরোফিল, সূর্যলোকের উপস্থিতে এবং পরিবেশ থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড (CO2) গ্রহণ করে এবং মূল দিয়ে শোষিত পানির বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে, প্রক্রিয়াটিকে বলে সালোকসংশ্লেষণ।
চলমান এ-ই প্রক্রিয়া চলতে থাকে আর আমরা গ্রহণ করতে থাকি নির্মল অক্সিজেন সাথে ফল-মূল, গাছ- পালা ও পশু- পাখির খাদ্য, সর্বোপরি আমাদের বেঁচে থাকা নির্ভর করে।
এতে যতগুলো উপাদান বিদ্যামান তার মধ্যে পানি অন্যতম।
পৃথিবীর চার ভাগের তিন ভাগ জল ও এক ভাগ স্থল বা ভূমি।
তাছাড়া তিনটি মহাসাগরে সবচেয়ে বেশি পানি রয়েছে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক ও ভারত মহাসাগর।
এই বিশাল পানিকে নিয়ে দুনিয়াতে চলে নানান গবেষণা, গড়ে উঠেছে হাজার হাজার প্রতিষ্ঠান।
বাংলাদেশেও রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড, নদীর পানি গবেষণা, রয়েছে বে-সরকারি নানান এনজিও ও গবেষণা প্রতিষ্ঠান।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে রয়েছে স্টাডি ও গবেষণা করার মত ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট সাবজেক্ট।
দেশের নামকরা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান বুয়েটে রয়েছে পানি ও বন্যা ব্যবস্থাপনা ইন্সটিটিউট ও ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং বিভাগ।
এত্ত কিছু কিসের জন্য;
মানুষের জীবন-জীবিকা যাতে সুন্দরভাবে পরিচালিত হয় ও একটি দেশ যাতে পানির সুষ্ঠ ব্যবহার নিশ্চিত করে অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়।
কৃষকের জমির চাষাবাদ ও বিশুদ্ধ পানি দিয়ে কল-কারখানায় উৎপাদন ব্যবস্থা ঠিক রেখে আমারা যাতে চলতে পারি। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয় ওয়াটার ট্রিটমেন্ট প্যান্ট (WTP) এর মত প্রজেক্ট, Buyer Compliance রুলস এই ক্ষেত্রে বেশ ভূমিকা রাখে।
১৯৯০ সালের দিকে বোতলজাত পানির গুণগান শুনলেও আজকের দিনে আমাদের পানি কিনে খেতে হয় ধুমচে। এইটা এখন অনেক স্বাভাবিক।
দেশে অনেক বড় বড় গ্রুপ কোম্পানি বোতলজাত পানি উৎপাদন ও বাজারজাত করছে;
পার্টেক্স গ্রুপ- মাম পানি।
ট্রন্সকম বেভারেজ (পেপসিকো)- অ্যাকোয়াফিনা পানি।
মেঘনা গ্রুপ- ফ্রেশ পানি।
সিটি গ্রুপ- জীবন পানি।
কোকা কোলা- কিনলে ড্রিংকিং ওয়াটার।
একমি- একমি পানি
প্রাণ গ্রুপ- প্রাণ পানি
আকিজ গ্রুপ- স্পা
বসুন্ধরা গ্রুপ- বসুন্ধরা পানি।
বাংলাদেশ সরকার- মুক্তা পানি।
ব্র্যান্ডগুলোর মার্কেট শেয়ার দিন দিন বৃদ্ধি পাচ্ছে ও দেশের অর্থনীতির চাকাও সচ্ছল হচ্ছে।
৫০০ মি.লি. পানি ১৫ টাকায় কিনে খেতে খুঁজি ভালো ব্র্যান্ড কারণ একটাই ‘ বিশুদ্ধ পানি’
পানির অপর নাম জীবন।। জীবন থাকলেই আমাদের অস্তিত্ব অনুভব করা যায়,সত্যিই মহান সৃষ্টিকর্তার অশেষ নিয়ামত ‘পানি’
প্রতি বছর ২২ মার্চ বিশ্বপানি দিবস পালিত হয়।
বিশুদ্ধ পানি খান, সুস্থ জীবন পান!
