
দি পলিসি টাইমস ঢাকা ব্যুরো (১৩ জুন) :
জাতীয় নেতা ক্যাপ্টেন মনসুর আলীর সুযোগ্য সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগ এর সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, মরহুম জননেতা মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় আজ রোববার (১৩ জুন) সকাল ১০ টায় রাজধানী ঢাকায় বনানী গোরস্থান জামে মসজিদে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল শেষে বেলা ১০ঃ৪৫ মিনিটে সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবুবুল আলম হানিফ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক জননেতা একেএম আফজালুর রহমান বাবু, সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক, অ্যাড.কাজী শাহানারা ইয়াসমিন, ইঞ্জিনিয়ার ফারুক আমজাদ খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, কৃ্ষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, আরিফুর রহমান টিটু, শাহ জালাল মুকুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি: কোবাদ হোসেন সহ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় ও মহানগর উত্তর দক্ষিণের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
