
দি পলিসি টাইমস ঢাকা ব্যুরো :
বাংলাদেশে আজ মঙ্গলবার (৪ মে) বিকেলে রাজধানী ঢাকায় আমরা ক’জন মুজিব সেনা কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে পবিত্র রমজানের ইফতার উপহার বিতরণ কার্যক্রম পালিত হয়। আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন আমরা ক’জন মুজিব সেনা ঢাকা মহানগর এর সদস্য সভা পরিচালনা জনাব সৈয়দ মারশিদ রহিম শুভ।
ইফতার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আমরা ক’জন মুজিব সেনা’র সাবেক সদস্য সভা পরিচালনা ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জনাব আফজালুর রহমান বাবু।
উপস্থিত ছিলেন আমরা ক’জন মুজিব সেনা’র সদস্য সভা পরিচালনা সাইদ আহমেদ বাবু, সদস্য সমন্বয় কারী সৈয়দ আবু তোহা, আমরা ক’জন মুজিব সেনা’র নেতা জনাব আব্দুল্লাহ আল সায়েম, রফিকুল আলম গাফফারী রাসেল, আবু জাফর, সৈয়দ আহিতাশামুল হক সুমন, শাহাদাত জয়, খালেদ রাজু, আজান আহমেদ সাগর, হাসিব উদ্দিন রসি, স্যানিয়েল আরেফিন, সাদ্দাম হোসেন প্রমুখ।
