
দি পলিসি টাইমস ঢাকা ব্যুরো :
বাংলাদেশের চট্টগ্রামে আমরা ক’জন মুজিব সেনা চট্টগ্রাম জেলার উদ্যােগে আউটার স্টেডিয়াম জিমনেসিয়াম এর সামনে আজ শুক্রবার (৭ মে) পবিত্র মাহে রমজান উপলক্ষে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দীন। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির সদস্য ও আমরা ক’জন মুজিব সেনা চট্টগ্রাম শাখা এর প্রতিষ্ঠাকালীন আহবায়ক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, সাবেক যুগ্ম আহবায়ক নাজমুল হুদা শিপন, জেলা সদস্য সমন্বয়কারী আব্দুল হান্নান চৌধুরী, আমরা ক’জন মুজিব সেনা চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সভা পরিচালনা সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, সদস্য সমন্বয়কারী বোকারি আজম, জেলা শাখার নেতা নৃপতি দাশ নিপু, ইকবাল মোর্শেদ, মোঃ সাইফুদ্দিন খালেদ, সালাউদ্দিন মিন্টু, মুক্তি দাশ, বাবলু দত্ত, শান্তনু কুমার বড়ুয়া প্রমুখ।
