
১ লা জুন থেকেই রাজ্যকে সচল করার লক্ষ্যে একগুচ্ছ ছাড় ঘোষনা করে পদক্ষেপ গ্রহণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দীর্ঘ লকডাউনের ফলে থমকে যাওয়া জনজীবনে ফের প্রান সঞ্চারে উদ্যোগী তিনি। জুট, চা মিল, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, ধর্মীয় স্থান এমনকি বাসে যাতায়াতের ক্ষেত্রে বিশেষ ছাড়ের কথা ঘোষণা করেছেন। প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা- এ বিষয়টি মাথায় রেখেই তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
শুক্রবার, নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন -জুন মাসের প্রথম দিন থেকেই ধর্মীয় স্থান খুলবে। তবে এক্ষেত্রে ১০ জনের প্রবেশাধিকার রয়েছে। ঐদিন থেকে চা, জুট মিল ১০০% কর্মী নিয়ে কাজ শুরু করতে পারবে। ৮ ই জুন থেকে ৭০ শতাংশ কর্মী নিয়ে সরকারি অফিস কাজ শুরু করবে। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে তিনি প্রয়োজনমতো কর্মী সংখ্যা নিয়ে কাজ শুরু করতে বলেছেন। তবে, বেশির ভাগ বাড়ি থেকেই কাজ করার পরামর্শ দেন তিনি। এছাড়া বাসে যাতায়াতের প্রসঙ্গে বলেছেন, যাত্রীরা বাসের আসনে বসবেন, দাঁড়ানো যাবে না। জুন মাস পর্যন্ত স্কুল-কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে তিনি জানিয়েছেন ।
নবান্নে জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করার পর মুখ্যমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ রোধ করার জন্য জীবন-যাপনে পরিবর্তন আনতে হবে। সাবধানতার সঙ্গে কাজকর্ম করে স্বাভাবিক জীবনে পা দিতে হবে। এদিন তিনি ব্যক্তিগত সুরক্ষা এবং সাবধানতা অবলম্বনের ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, মাস্ক পড়ার পাশাপাশি স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করতে হবে। জ্বর হলে বা কোন রকম উপসর্গ দেখা দিলেই ডাক্তারের কাছে যেতে হবে।
একটি সাংবাদিক সম্মেলনে তিনি জানান, “আমাদের শ্রমিক ভাইয়েরা ফিরে আসছেন এতে আমরা খুশি। কিন্তু একসঙ্গে অনেক জন হটস্পট এরিয়া থেকে আসছেন এতে আমাদের এলাকায় করোনা সংক্রমনের সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ট্রেনে মানুষ খাবার, প্রয়োজন মতো জল পাচ্ছেন না- সেদিকে নজর রাখা প্রয়োজন”।
ভিন রাজ্য থেকে ট্রেনে প্রায় ৭৫ হাজার শ্রমিক এসেছে বলে সূত্রের খবর। তাঁদেরকে সঙ্গে সঙ্গে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। এর জন্য স্কুল বাড়ি নেওয়া হয়েছে। তিনি এও বলেন, “আমাদের এখান থেকে যারা গিয়েছেন তাঁদের টেস্ট করা হয়েছে। কিন্তু, ভিন রাজ্য থেকে আসা বহু মানুষজনেরই করোনা ধরা পড়ছে। তাঁদের কেন টেস্ট করা হয়নি? এর ফলে আমরা যতটা করোনা সংক্রমনকে প্রতিরোধ করেছিলাম সেটা রক্ষা করা সম্ভব হচ্ছে না”।
