সারা ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে তুমুল মতবিরোধ চলছে। এরই মাঝে লখনউ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ CAA -কে নতুন সিলেবাসে যুক্ত করার প্রস্তাব করে। CAA -কে নতুন পাঠ্যবিষয় হিসেবে নেয়ার জন্যে প্রস্তাব জানায় লখনউ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান শশী শুক্লা।
শশী শুক্লা আরো জানান যে আমরা আমাদের ছাত্রছাত্রীদের দেশের সংবিধান, নাগরিকত্ব, এবং প্রত্যেকটা মানুষের মৌলিক কর্তব্য গুলি কি কি তা নিয়ে পড়াই। কিন্তু ইদানিং দেশের মধ্যে যে একটা অসন্তুষ্টির সৃষ্টি হয়েছে CAA, NRC, NPR নিয়ে।যেটা রুলিং পার্টির রাজনীতিকে ছাড়াও অন্নান রাজনৈতিক দলগুলির অপরও সাময়িক প্রভাব ফেলছে।
আমাদের ছাত্রছাত্রীরা যাদেরকে আমরা সংবিধান, দেশের ইতিহাস সম্পর্কে পড়াই, তারাও এখনো এই সংশোধিত নাগরিকত্ব আইনকে বুঝে উঠতে পারছেনা।
ছাত্ররা জানায় সংশোধিত নাগরিকত্ব আইনকে নিয়ে বহু প্রশ্নের সম্মুখীন তারা হয়, কিন্তু তারা নিজেরাই উত্তর জানেনা এবং দিতেও পারেনা।
যার কারনেই শশী শুক্লা সাংবাদিগকে জানিয়েছেন নতুন পাঠ্যসূচি হিসাবে আমরা আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে CAA -কে যুক্ত করতে চাইছি।পাশাপাশি উনি বলেন এটা বর্তমানে প্রস্তাব মাত্র।
CAA -কে নতুন সিলেবাসে নিতে হলে তার আগে সমস্ত একাডেমিক প্রক্রিয়ার সমর্থন ও মতামত প্রয়োজন। কিন্তু এটা নিয়ে অনেকেরেই মতবিরোধ আছে বা থাকবে।তবে সকল প্রক্রিয়া সম্পর্ণ হলেও, সকলের সমর্থন হওয়ার পরও সংশোধিত নাগরিকত্ব আইনকে পূর্ণাঙ্গরূপ হিসাবে সিলেবাসে ঢোকাতে হলে অন্তত আগামী বছর লেগে যাবে।
পাশাপাশি মনে করা হচ্ছে সরকার এর জন্যে নতুন নীতি (Policy) বানাতে পারে।
