জাতীয় মানবাধিকার কমিশন এর তরফ থেকে যোগী সরকারের রাজ্যে বাচ্চাদের অপুষ্টি থেকে মৃত্যুর বিষয়ে নোটিশ পাঠানো হয়েছে । একটি প্রতিবেদনে বলা হয়েছে,বস্তির গ্রামে বসবাসকারী বাসিন্দার পুষ্টিহীনতার কারণে গত ছয় বছরে চার সদস্যের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্য সচিবকে চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে একটি উত্তর পেশ করতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন তথা এনএইচআরসি।
আরও পড়ুন: এজিআর মামলায় সরকার ও টেলিকম সংস্থাকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
জনপদে সমাজকল্যাণ প্রকল্প বাস্তবায়নের বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশন একটি প্রতিবেদনও চেয়েছে।যে পরিবারে অপুষ্টিজনিত কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে সে বিষয়ে যেন বিশদ বিবরণ উল্ল্যেখ করা থাকে। সেই বস্তির চিফ মেডিকেল অফিসার, জে.পি. ত্রিপাঠি বলেন “আট মাস আগে অপুষ্টির কারণে বস্তির বাসিন্দা হরিশচন্দ্র পান্ডের স্ত্রী মারা যান । গ্রামবাসীদের কাছ থেকে জানতে পারা যায় যে গত সাম্প্রতিক বছরগুলিতে, হরিশচন্দ্রের তিন কন্যাও অপুষ্টির কারণে মারা গিয়েছেন”।
আরও পড়ুন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসের নতুন নামকরণ করলো ‘কভিড -১৯’ (…
হরিশ চন্দ্র ওঝাগঞ্জ গ্রামের কাপ্তানগঞ্জ ব্লকের স্থানীয় বাসিন্দা। চিফ মেডিকেল অফিসার, জে.পি. ত্রিপাঠি বলেন বর্তমানে “হরিশচন্দ্রের চার বছরের কন্যা বন্ধ্যাবাসিনী গুরুতর অসুস্থ এবং তার চিকিৎসা চলছে। তিনি স্নায়বিক ব্যাধিতে ভুগছেন।তবে এখনও পর্যন্ত অপুষ্টির লক্ষণ নেই”। কন্যা ছাড়া পরিবারের আর কেউ বেঁচে নেই একমাত্র জীবিত সদস্য হরিশ।তিনি জানান সন্তানের পরীক্ষা নেওয়া হয়েছে এবং রিপোর্ট প্রতীক্ষিত রয়েছে।