
শান্তিতে নোবেল বিজয়ী দক্ষিণ আফ্রিকার আর্চবিশপ ডেসমন্ড টুটু আর নেই।বর্ণবাদবিরোধী আন্দোলনের অন্যতম পথিকৃৎ এর মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। গত রবিবার দক্ষিণ আফিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ডেসমন্ড টুটু একজন দক্ষিণ আফ্রিকান ধর্মযাজক ও অধিকার আন্দোলন কর্মী। তিনি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।তিনি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার সমসাময়িক ছিলেন।তিনি ১৯৩১ সালের ৭ অক্টোবর জোহানসবার্গর পশ্চিমাঞ্চলের ক্লার্কসড্রপে জন্ম নেন। ১৯৮৪ সালে ডেসমণ্ড টুটুকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় বর্ণবষ্যের পথা বিলুপ্তির সংগ্রামে ভূমিকা রাখার জন্য।এছাড়া তিনি মাত্র ৩০ বছর বয়সে ১৯৮৬ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ আর্চবিশপ হন।
দ. আফিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেন, আজকে জাতিকে আরেক অসামান্য ব্যক্তিত্বকে বিদায় জানাতে হচ্ছে। যিনি স্বাধীন দক্ষিণ আফ্রিকা দিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।
ডেসমন্ড টুটু তার বর্ণিল কর্মজীবনের জন্য দক্ষিণ আফ্রিকার বাইরেও অন্যতম পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। ডেসমন্ড টুটু ১৯৮৪ সালে নোবেল পুরস্কার ছাড়াও ১৯৯৯ সালে সিডনী শান্তি পুরস্কার এবং ২০০৭ সালে গান্ধী শান্তি পুরস্কার লাভ করেনডেসমন্ড টুটু।
