
নর্থবেঙ্গল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (NBCCI) এবং দ্যা পলিসি টাইমস এর যৌথ উদ্যোগে ১৮ই সেপ্টেম্বর ২০২২ (১ লা আশ্বিন ১৪২৯) রোজ রবিবার একটি একদিন ব্যাপী বৃহৎ ব্যাবসা সম্মেলনের আয়োজন করা হয়েছে “নর্থ বেঙ্গল অ্যানুয়াল বিসনেস সামিট ২০২২” গোল্ডেন পার্ক হোটেল মালদা, সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যুন্ত। উক্ত সম্মেলনে উত্তরবঙ্গ কে কিভাবে একটি অর্থনৈতিক এবং পর্যটন কেন্দ্র বানানো যায় তা নিয়ে আলোচনায় প্রত্যেকটি বিভাগ থেকে ইন্ডাস্ট্রির বিশিষ্ট বেক্তিগণ উপস্থিত থাকবেন। “উন্নয়ন প্রগতিশীল হলে উন্নতির প্রতিচ্ছবি স্পষ্ট ” তাই প্রগতিশীল উন্নয়নের জন্যে উক্ত সম্মেলনে সমস্ত বেঙ্গল জনসমষ্টিকে বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর,ও উত্তর দিনাজপুর বাসীকে (ব্যবসীক দের) উপস্থিতির জন্যে জানাই আহ্ববান।
সম্মেলনে লক্ষণীয় আলোচনার বিষয়গুলি হলো-
সংযোগ এবং অবকাঠামো, টেক্সটাইল ও গার্মেন্টস, মৎস্য, পশু-খাদ্য এবং কৃষি, আইটি এবং আইটিইএস, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, পুনর্ব্যবহার/বর্জ্য ব্যবস্থাপনা।
উক্ত ব্যবসা সম্মেলনে সম্মানীও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-
- শ্রী উদয়ন গুহ, উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগ মন্ত্রী, পশ্চিমবঙ্গের
- মাননীয়া সাবিনা ইয়াসমিন, উত্তর বঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী, পশ্চিমবঙ্গ
- মাননীয় বিপ্লব মিত্র, কৃষি বিপনন মন্ত্রী, পশ্চিমবঙ্গ
- মাননীয় অখিল গিরি, মৎস্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ
- মহম্মদ গোলাম রব্বানি, সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী, পশ্চিমবঙ্গ
- জনাব আখরুজ্জামান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, পশ্চিমবঙ্গ
নির্ভরশীলতার কথা উঠলে পশ্চিমবঙ্গের বেশকিছু জেলা এখনো কিছু কিছু ক্ষেত্রে কলকাতার ওপর বিশেষ ভাবে নির্ভর। একটি উদাহরণ রাজধানী ট্রেন পরিষেবা, নির্ভরশীলতা কমানোর জন্যে আমাদের কি কি করণীয় হতে পারে সেদিকে চক্ষুপাত করা উচিত। নয়তো আজকের তুলনায় আগামীদিনে আরো বেশি সমস্যার সম্মুখীন হতে হবে আমাদেরকে, সাথে বেড়েওঠা প্রজন্মকেও।
কিভাবে আমরা দেশ ও বিদেশ থেকে নিয়োগ আনতে পারি, এয়ারপোর্ট এবং রাজধানী ট্রেন এর যোগাযোগ দ্রুত আনতে পারি ,কি নতুন শিল্প উত্তর বঙ্গে আনা যায়, সাথে কিভাবে আমরা উত্তরবঙ্গ কে উচ্চশিক্ষা ও সুসাস্থের কেন্দ্র বানাতে পারি তা নিয়েও আলোচনা হবে, তাতে এলাকার ব্যবসিকরা কিভাবে উপকৃত হবে সে বিষয় গুলোও তুলে ধরা হবে, তবে এরকম পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্যে এলাকার শিল্পপতি ও উদ্যোকতার উপস্থিতি একান্ত প্রয়োজন।
আলোচনা সভায় উপস্থিতির জন্যে নাম নথিভুক্তি বাধ্যতামূলক: https://www.nbcci.in
নর্থবেঙ্গল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (NBCCI) এবং দ্যা পলিসি টাইমস এর পক্ষ থেকে আপনাকে আমন্ত্রণ জানাই এবং এই শীর্ষ সম্মেলনটিকে সফল করার জন্য আপনার সদয় উপস্থিতির অপেক্ষা করছি।
ধন্যবাদ।
