মহাত্মা গান্ধীর ৭২ তম মৃত্যুবার্ষিকীতে রাজঘাটে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, উপ -রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও।
নিজের টুইট বার্তায় প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানিয়ে বলেন, “গান্ধীজীর ব্যক্তিত্ব, চিন্তাভাবনা ও আদর্শ , শক্তিশালী, সক্ষম ও সমৃদ্ধ নতুন ভারত গড়তে অনুপ্রাণিত করে চলেছে।“
উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করে বলেন, “গান্ধী তাঁর অহিংসা, সত্যগ্রহ ও অসহযোগের দর্শন দিয়ে মানুষকে একত্রিত করে জাতীয় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি আরও উল্লেখ করে বলেন, “ক্ষুধা, দুর্নীতি, বৈষম্য, দারিদ্র্য দূর করে নতুন ভারত গড়ে তোলা আমাদের কর্তব্য এবং সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি গড়ে তোলাই গান্ধীজির কাছে সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি হবে।“
১৯৪৮ সালের ৩০ শে জানুয়ারী মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল, প্রতিবছর এই দিনটি শহীদ দিবস হিসাবে পালন করা হয় ভারতবর্ষে। এই উপলক্ষে বিভিন্ন স্থানে বিশেষ শ্রদ্ধা নিবেদন সভাও করা হয়।
