Thailand’s ambassador to India, H.E. Chutintorn Gongsakdi, talks to Abhinav Raj, Senior Editor, The Policy Times about BIMSTEC, Indo-Thailand policies on travel and tourism and others.
APLICATIONS
দেশীয় বৃদ্ধি স্থুল হলেও অর্থনৈতিক বেবস্থা সামঞ্জস্যপূর্ণ জায়গায়। জানান রিজার্ভ ব্যাঙ্ক
২৭-১২-১৯ - শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক প্রকাশ করলো তার অর্থনৈতিক স্থিতাবস্থা রিপোর্ট, যেখানে বলা হয়েছে দেশীয় বৃদ্ধি দুর্বল হলেও অর্থনৈতিক স্থিতাবস্থা বজায় রয়েছে একটি সংবাদ মাধ্যমের বিস্তৃত আলোচনার মধ্যে আর বি আই জানিয়েছে, সরকার পাবলিক সেক্টর ব্যাঙ্ক গুলিকে একত্রিত রাখাক্ষেত্রে অর্থনৈতিক স্থিতিশীলতার উন্নতি হয়েছে।
পাশাপাশি ভূরাজনৈতিক আন্তর্জাতিক দেশীয় অনিশ্চয়তা দূর হয়েছে ২০বছরের দ্বিতীয় আর্থিক ত্রৈমাসিক জি ডি পি ৬ বছরে হ্রাস হয়ে নিম্ন গতিতে 4.৫ শতাংশে নেমেছে,
এই কারণে ডিসেম্বর ২০১৯ এর মনিটারি পলিসিতে রিজার্ভ ব্যাঙ্ক, তার আনুমানিক বৃদ্ধির গতি ২৪০ বাসিস পয়েন্ট থেকে কমিয়ে ৫ শতাংশে পৌঁছেছে।
২০১৯-২০ অর্থবর্ষে রিজার্ভ ব্যাঙ্ক তার রিপোর্টে উল্লিখিত ভাবে বলেছেন মোট চাহিদার তুলনায় দ্বিতীয় ত্রৈমাসিক হ্রাস পেয়েছে, যার ফলে বৃদ্ধির গতি স্থূল হয়েগেছে যেখানে ভারতের মূলধন প্রবাহ সম্মতিসূচক রয়েছে, আন্তর্জাতিক মন্দার জন্যে ভারতের রপ্তানি বৈরভাবের মুখে পড়তে পারে।
তবে কার্রেন্ট একাউন্ট ঘার্তি সংযমের মধ্যে থাকায় সম্পদের মূল্য স্থির রাখার ছবি বহির্ভুত করে।