#নয়াদিল্লি: বিশ্বজুড়ে মানুষ আতঙ্কের মধ্যে আছে, অনেকের মতামত মহামারী শুরু হয়েছে, সব দেশের অর্থনীতি আজ তালতলায় গেছে। করোনা ভাইরাস কে নিয়ে নানান গবেষণা করে চলেছে বিশেষজ্ঞরা। প্রায় গোটা বিশ্বের সমস্ত মানুষ নিজের প্রাণ রক্ষার্থে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করেছে, ইতস্ততো মর্মাহত পরিস্থিতিতে সবাই সবার থেকে দূরে সরে থাকছে।
এ পর্যুন্ত গোটা বিশ্বে প্রায় ১৭৫,৫৩৬ জন মানুষ আক্রান্তিত, কিন্তু স্থিতি সময় অনুসারে এটিও বেড়ে চলেছে। বিশ্বের বিভিন্ন দেশে জরুরি অবস্থাও ঘোষণা করেদিয়েছে। বর্তমানে ভারতে (সময় -৬.৩০) আক্রান্তের সংখ্যা ১৩৮ জন।
এরই মাঝে নতুন পদ্ধতি প্রক্রিয়ায় করোনাকে রুখতে সোশ্যাল মিডিয়ায় চ্যালেঞ্জ নিয়ে আসলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তিনি ট্যুইট করে জানান যদি কোনো ব্যক্তি এটির সমাধান দিতে পারে তাকে সম্মানের সহিত ১ লক্ষ টাকা পুরস্কার দেবেন। দেখুন *(ট্যুইট)* MyGovIndia ।
- করোনাভাইরাস প্রতিরক্ষার জন্যে ভারতে 5 টি জরুরি পদক্ষেপ প্রয়োজন:
- করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ৫৪ হাজার বন্দীকে মুক্তি দিলো ইরান
- করোনা ভাইরাস আপডেট: নয়ডাতে ৬ জন রোগীর নমুনা পরীক্ষায় COVID-19 Positive পাওয়া গেছে :
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসের নতুন নামকরণ করলো ‘কভিড -১৯’ ( ‘COVID-19’ )
বর্তমানের পরিস্থিতে সবাই নিজের ঘরে আবদ্ধ, কিন্তু নেতারা তাদের রাজনীতি বন্ধ করেনি। কেউ নিজেকে বাঁচাতে গোঁ মূত্রের পেছনে পড়ে আছে, অন্যদিকে কেউ গোবর, গোঁ মূত্রের দোকান খুলে বসেছে। ভারতীয় সমাজ কোথায় যাচ্ছে তা দেখার সময় নেই সরকারের, মানুষ এই মহামারী থেকে বাঁচবে কিকরে সেটা না দেখে লটারী নিয়ে বসে রয়েছে ভারতের নিয়ম, নীতি বিধান।
